Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

নিম্নোক্ত কার্যক্রমের মাধ্যমে UITRCE, বাউফল,পটুয়াখালী, দেশের শিক্ষার উন্নয়ন ও বর্তমান সরকারের ‘রূপকল্প ২০২১’ এর আওতায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ব্যানবেইস এর নেতৃত্বে কাজ করে যাচ্ছে। এ ছাড়া ও টেকসই উন্নয়ন অভীষ্ট-২০৩০ ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে জাতীয় নির্দেশক কাঠামো (NSDES) ও পরিবীক্ষণের নিমিত্তে ব্যানবেইস কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ বাস্তবায়নে UITRCE, বাউফল,পটুয়াখালী  নিম্নরূপ কার্যক্রম  গ্রহণ করেছে।

ক) বিষয়: Basic Computer Training

খ) বিষয়: Hardware Maintenance & Trouble Shooting 

গ)রিফ্রেশার প্রশিক্ষণ

ঘ) উপজেলা পর্যায়ে অন্যান্য কার্যক্রম:

১। উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীগণকে ই-নথি, ডি-নথি ও ওয়েব পোর্টাল বিষয়ে প্রশিক্ষণ প্রদান।

২। স্থানীয় যুবকদের আঊটসোর্সিং এর উপর প্রশিক্ষণ প্রদান।

৩। ইউনিক আইডি বিষয়ে প্রশিক্ষন প্রদান ও কারিগরি সহায়তা প্রদান

৪। শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি ল্যাব পরিদর্শন ও কারিগরি সহায়তা প্রদান।

৫। ডিজিটাল জনশুমারী ২০২২ এ উপজেলা আইসিটি টিমের সদস্য হিসেবে গণনাকারী, সুপারভাইজার এবং জোনাল অফিসারদের আইসিটি সহায়তা প্রদান।

৬। প্রতি বছর বার্ষিক শিক্ষা জরিপ এর কাজে শিক্ষা প্রতিষ্ঠানকে কারিগরি সহযোগিতা প্রদান ও ডাটা এন্ট্রি নিশ্চিতকরণ এবং তথ্যের সঠিকতা যাচাইকরণ।

৭। স্টুডেন্টস কেবিনেট নির্বাচন মনিটরিং এবং ফলাফলের তথ্য শতভাগ অনলাইন এ প্রেরণে কারিগরি সহযোগিতা প্রদান।

৮। মাল্টিমিডিয়া ক্লাসের তথ্য অনলাইন এ প্রেরণে শিক্ষকদের কারিগরি সহযোগিতা প্রদান।

৯। উপজেলার অন্যান্য সরকারি দপ্তরে আইসিটি ও অন্যান্য কারিগরি সহযোগিতা প্রদান।

ঙ) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি ল্যাব পরিদর্শন তথ্য